নওগাঁয় ঈদের ছুটিতেও মিলছে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে স্বাস্থ্য সেবা
- প্রকাশের সময় : ০১:০৩ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
- / ২৫৬ জন দেখেছেন
পবিত্র ঈদ-উল-আযাহার ছুটিতে সকলে পরিবারের সঙ্গে যখন সময় কাটাতে ব্যস্ত, ঠিক তখনও নিরলসভাবে কাজ করে যাচ্ছেন পরিবার পরিকল্পনা বিভাগের একদল নিবেদিত প্রাণ কর্মী।
এবারে ঈদে টানা ১০দিন ছুটি ভোগ করছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা নয় দিনের ছুটি ভোগ করলেও সারা দেশের সব সরকারি হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল এবং বিশেষায়িত হাসপাতালগুলো খোলা থাকছে। এসব হাসপাতালের রোগীরা জরুরি চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। পবিত্র ঈদুল আজহার ছুটি গত ৫জুন থেকে ছুটিকালীন সময়েও নওগাঁ সদর উপজেলার মা ও শিশু কল্যাণ কেন্দ্রের কার্যক্রম চলমান রয়েছে।
উপপরিচালক গোলাম মোঃ আজম, সহকারী পরিচালক মোছাঃ শামীমা আখতার, সহকারী পরিচালক সিসি ডাক্তার মোঃ মামুনাল হক এর তত্ত্বাবধানে এবং মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ক্লিনিক ডাক্তার মৌসুমী প্রামানিক এর সরাসরি তত্ত্বাবধানে আজ পর্যন্ত ৬ টি নরমাল ডেলিভারি এবং জরুরি চিকিৎসা, এএনসি, পিএনসি সহ অন্যান্য কার্যক্রম চলমান রয়েছে।
সেবা গ্রহীতার চাহিদা অনুসারে পরিবার পরিকল্পনা পদ্ধতি সেবাসহ অন্যান্য সেবা প্রদান করা হচ্ছে। সেবা গ্রহীতারা ঈদের ছুটি চলাকালীন আন্তরিকতার সাথে জরুরি সেবা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন আগত রোগিরা। স্বাস্থ্য সেবার মান আগামীতে আরও উন্নত হবে এমনটাই প্রত্যাশা আগত রোগি ও অভিভাবকদের।