, শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত এক; শিশুসহ আহত ৬

বরেন্দ্র সময়
  • প্রকাশের সময় : ০৭:৩১ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
  • / ১৯১ জন দেখেছেন

নওগাঁয় শহরের পুলিশ লাইন্স এলাকায় বেক্সিমকো ঔষধ কোম্পানির গাড়ি ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে পারভীন আক্তার (৫৭) একজন নিহত হয়েছেন।

এঘটনায় এক শিশুসহ আরো ৬জন আহত হয়েছেন। তাদের মধ্যে ২জনের অবস্থা গুরুত্বর হলে রাজশাহী মেডিক্যালে পাঠানো হয়েছে।

নিহত পারভিন আক্তার জেলার সাপাহার উপজেলার রসুলপুর গ্রামের সাজির উদ্দিনের স্ত্রী।

আজ বুধবার (১৮ জুন) সকাল সাড়ে ৯ টায় শহরের পুলিশ লাইনের সামনে এই দূর্ঘটনাটি ঘটে।

আহতরা হলেন-উপজেলার রসুলপুর গ্রামের মৃত সমিরউদ্দীনের ছেলে সিরাজুল ইসলাম ও তার স্ত্রী ইসমত আরা, সিরাজুলের ছোট ভাই সাজির উদ্দীন ও তার ছেলে আরিফ ও তার স্ত্রী সাদিকা এবং সিরাজুল ইসলামের নাতি মুংরইল গ্রামের মহিদুল ইসলামের শিশু সন্তান রাফিউল (৫) ।

আহতদের মধ্যে শিশু রাফিউল এবং সাদিকার অবস্থা আশঙ্কাজনক হলে কর্তব্যরত চিকিৎসক তাদের রাজশাহী মেডিকেল হাসপাতালে পাঠান। সকলে একই পরিবারের সদস্য।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সিএনজি যোগে সাপাহার উপজেলা থেকে মামলার হাজিরা দেওয়ার জন্য সাজির উদ্দিনের পরিবারের ৬জন সদস্য সিএনজি যোগে নওগাঁ জজকোর্টে আসছিলেন । সাপাহার থেকে ছেড়ে আসা সিএনজি নওগাঁ পুলিশ লাইনের সামনে পৌঁছালে বিপরিত দিক থেকে আসা বেক্সিমকো ঔষধ কোম্পানির গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে করে সিএনজিতে থাকা ড্রাইভার ও শিশু সহ ৭ জন গুরুতর আহত হয়। এ ঘটনায় স্থানীয়রা তাতের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় বেক্সিমকো ঔষুধ কোম্পানির গাড়ি ও ড্রাইভার সহ দুর্ঘটনা কবলিত সিএনজি থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া নিহত ব্যক্তির লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।

ট্যাগ :

শেয়ার করুন

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত এক; শিশুসহ আহত ৬

প্রকাশের সময় : ০৭:৩১ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫

নওগাঁয় শহরের পুলিশ লাইন্স এলাকায় বেক্সিমকো ঔষধ কোম্পানির গাড়ি ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে পারভীন আক্তার (৫৭) একজন নিহত হয়েছেন।

এঘটনায় এক শিশুসহ আরো ৬জন আহত হয়েছেন। তাদের মধ্যে ২জনের অবস্থা গুরুত্বর হলে রাজশাহী মেডিক্যালে পাঠানো হয়েছে।

নিহত পারভিন আক্তার জেলার সাপাহার উপজেলার রসুলপুর গ্রামের সাজির উদ্দিনের স্ত্রী।

আজ বুধবার (১৮ জুন) সকাল সাড়ে ৯ টায় শহরের পুলিশ লাইনের সামনে এই দূর্ঘটনাটি ঘটে।

আহতরা হলেন-উপজেলার রসুলপুর গ্রামের মৃত সমিরউদ্দীনের ছেলে সিরাজুল ইসলাম ও তার স্ত্রী ইসমত আরা, সিরাজুলের ছোট ভাই সাজির উদ্দীন ও তার ছেলে আরিফ ও তার স্ত্রী সাদিকা এবং সিরাজুল ইসলামের নাতি মুংরইল গ্রামের মহিদুল ইসলামের শিশু সন্তান রাফিউল (৫) ।

আহতদের মধ্যে শিশু রাফিউল এবং সাদিকার অবস্থা আশঙ্কাজনক হলে কর্তব্যরত চিকিৎসক তাদের রাজশাহী মেডিকেল হাসপাতালে পাঠান। সকলে একই পরিবারের সদস্য।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সিএনজি যোগে সাপাহার উপজেলা থেকে মামলার হাজিরা দেওয়ার জন্য সাজির উদ্দিনের পরিবারের ৬জন সদস্য সিএনজি যোগে নওগাঁ জজকোর্টে আসছিলেন । সাপাহার থেকে ছেড়ে আসা সিএনজি নওগাঁ পুলিশ লাইনের সামনে পৌঁছালে বিপরিত দিক থেকে আসা বেক্সিমকো ঔষধ কোম্পানির গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে করে সিএনজিতে থাকা ড্রাইভার ও শিশু সহ ৭ জন গুরুতর আহত হয়। এ ঘটনায় স্থানীয়রা তাতের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় বেক্সিমকো ঔষুধ কোম্পানির গাড়ি ও ড্রাইভার সহ দুর্ঘটনা কবলিত সিএনজি থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া নিহত ব্যক্তির লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।