, শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ

নওগাঁয় প্রতিবন্ধী শিশুদের নিয়ে ক্রীড়া উৎসব, অংশ নিল ৬০ শিশু

বরেন্দ্র সময়
  • প্রকাশের সময় : ০৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
  • / ১৩৫ জন দেখেছেন
নওগাঁ সদর উপজেলায় অনুষ্ঠিত হলো ‘প্রতিবন্ধী ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া আনন্দ উৎসব।

বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ১০টায় আশার আলো অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় মাঠে এই আয়োজন অনুষ্ঠিত হয়।

জানা গেছে, বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় এবং নওগাঁ জেলা ক্রীড়া অফিস ও আশার আলো বিদ্যালয়ের যৌথ উদ্যোগে এই উৎসবের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার মো. আরিফুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওছিম উদ্দিন, ব্যবস্থাপনা কমিটির সদস্য এস এম সামছুল আলম এবং সিনিয়র শিক্ষিকা জুবাইদা খাতুন প্রমুখ।

এই আয়োজনে মোট ৬০ জন প্রতিবন্ধী ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। পুরস্কার বিতরণী শেষে অতিথিরা এমন আয়োজন নিয়মিত করার উপর গুরুত্ব দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং শিক্ষার্থীরা।

অন্যদিকে এ ধরনের আয়োজনে অংশ নিতে পেরে শিশুরা খুব উচ্ছ্বসিত ছিল। এমন আয়োজন ওদের মানসিক বিকাশেও সহায়ক হবে জানান অতিথিরা।
ট্যাগ :

শেয়ার করুন

নওগাঁয় প্রতিবন্ধী শিশুদের নিয়ে ক্রীড়া উৎসব, অংশ নিল ৬০ শিশু

প্রকাশের সময় : ০৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
নওগাঁ সদর উপজেলায় অনুষ্ঠিত হলো ‘প্রতিবন্ধী ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া আনন্দ উৎসব।

বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ১০টায় আশার আলো অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় মাঠে এই আয়োজন অনুষ্ঠিত হয়।

জানা গেছে, বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় এবং নওগাঁ জেলা ক্রীড়া অফিস ও আশার আলো বিদ্যালয়ের যৌথ উদ্যোগে এই উৎসবের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার মো. আরিফুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওছিম উদ্দিন, ব্যবস্থাপনা কমিটির সদস্য এস এম সামছুল আলম এবং সিনিয়র শিক্ষিকা জুবাইদা খাতুন প্রমুখ।

এই আয়োজনে মোট ৬০ জন প্রতিবন্ধী ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। পুরস্কার বিতরণী শেষে অতিথিরা এমন আয়োজন নিয়মিত করার উপর গুরুত্ব দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং শিক্ষার্থীরা।

অন্যদিকে এ ধরনের আয়োজনে অংশ নিতে পেরে শিশুরা খুব উচ্ছ্বসিত ছিল। এমন আয়োজন ওদের মানসিক বিকাশেও সহায়ক হবে জানান অতিথিরা।