, শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
পুরস্কার হিসেবে বই, ক্রেস্ট, বাইসাইকেল এবং ওমরা পালনের সুযোগ

নওগাঁয় জামাতের সিরাত প্রতিযোগিতা

বরেন্দ্র সময়
  • প্রকাশের সময় : ০৮:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫
  • / ১৬৯ জন দেখেছেন
নওগাঁয় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত সিরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। শুক্রবার (২০ জুন) বিকেল ৫ টার দিকে শহরের দাওয়াত কমিউনিটি সেন্টারে সদর উপজেলা জামাত এবং নওগাঁ পৌর শাখার উদ্যোগে এ আয়োজন করা হয়। পুরস্কার হিসেবে বিজয়ীদের মাঝে, বই, ক্রেস্ট, বাইসাইকেল এবং ২ জনকে পুরুষ্কার স্বরূপ পবিত্র ওমরা পালনের সুযোগ দেওয়া হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার সেক্রেটারি আ,স,ম আবু সায়েমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন জেলা জামাতের আমির খন্দকার আব্দুর রাকিব।
আয়োজকরা জানান, ২০২৪ সালে সিরাতুন্নবী (সা) উপলক্ষে নওগাঁ সদর উপজেলা জামাত এবং নওগাঁ পৌর শাখা জামাতের পক্ষ থেকে কুইজ, রচনা এবং হিফয প্রতিযোগীতার আয়োজন করা হয়। প্রতিযোগীতায় নওগাঁ শহরের প্রায় কয়েক শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে। প্রতিযোগীদের মধ্য থেকে বাছাইয়ের এর মাধ্যমে ৫ টি গ্রুপে মোট ৫০ জনকে পুরস্কার দেওয়া হয়। পুরস্কার হিসেবে তিনটি গ্রুপের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় মোট ৯ জনকে ক্রেস্ট ও বাইসাইকেল এবং বাকি ২ টি গ্রুপের প্রথম দুইজনকে পবিত্র ওমরা পালনের সুযোগ দেওয়া হয়। অন্যান্য বিজয়ীদের বই, ক্রেস্ট এবং সম্মাননা স্মারক উপহার প্রদান করা হয়। পুরস্কার পেয়ে জামায়াতের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রতিযোগীরা সেইসঙ্গে এমন প্রতিযোগিতা আয়োজনের দাবিও জানিয়েছেন তারা।
ক বিভাগে পুরুষ্কার বিজয়ী মিশকাত সিদ্দিকা বলেন, রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম। প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করে পুরস্কার হিসেবে একটি বাইসাইকেল এবং ক্রেস্ট পেয়েছি। প্রথমবারের মতো এমন কোন প্রতিযোগিতায় অংশগ্রহণ করা। পুরস্কার পেয়ে খুব ভালো লাগছে। এমন প্রতিযোগিতা যেন ভবিষ্যতেও আয়োজন করা হয় আয়োজকদের প্রতি সেই দাবি জানাই।
সিরাত প্রতিযোগিতার রচনা প্রতিযোগিতায় অংশ নিয়ে ওমরা বিজয়ী মোহাম্মদ তারেক হোসাইন বলেন, রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম স্থান অধিকার করেছি এবং পুরস্কার স্বরূপ ওমরাতে যাওয়ার সুযোগ পেয়েছি। এত অল্প বয়সে ওমরাতে যাওয়ার সুযোগ হবে কখনো কল্পনা করিনি। আয়োজকদের এমন আয়োজনের জন্য কৃতজ্ঞতা জানাই।
নওগাঁ সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি এডভোকেট আব্দুর রহিম বলেন, রাসূল (সা:) এর জীবনী জানার জন্য এবং তার জীবনী থেকে শিক্ষা গ্রহণের জন্য এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। কয়েকটি ধাপের মাধ্যমে প্রতিযোগিতার বিজয়ী নির্ধারণ করা হয়। পূর্ব ঘোষিত ঘোষণা অনুযায়ী বিজয়ীদের বই ক্রেস্ট বাইসাইকেল এবং ওমরাতে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার আমির খন্দকার আব্দুর রাকিব বলেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর জীবন আদর্শ সমাজের সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই আয়োজন করা হয়। আমরা মনে করি এই আয়োজনের মধ্য দিয়ে মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লামের জীবনী পাঠ করবে, শিক্ষা গ্রহণ করবে, এবং নিজ জীবনে কাজে লাগাবে।
ট্যাগ :

শেয়ার করুন

পুরস্কার হিসেবে বই, ক্রেস্ট, বাইসাইকেল এবং ওমরা পালনের সুযোগ

নওগাঁয় জামাতের সিরাত প্রতিযোগিতা

প্রকাশের সময় : ০৮:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫
নওগাঁয় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত সিরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। শুক্রবার (২০ জুন) বিকেল ৫ টার দিকে শহরের দাওয়াত কমিউনিটি সেন্টারে সদর উপজেলা জামাত এবং নওগাঁ পৌর শাখার উদ্যোগে এ আয়োজন করা হয়। পুরস্কার হিসেবে বিজয়ীদের মাঝে, বই, ক্রেস্ট, বাইসাইকেল এবং ২ জনকে পুরুষ্কার স্বরূপ পবিত্র ওমরা পালনের সুযোগ দেওয়া হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার সেক্রেটারি আ,স,ম আবু সায়েমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন জেলা জামাতের আমির খন্দকার আব্দুর রাকিব।
আয়োজকরা জানান, ২০২৪ সালে সিরাতুন্নবী (সা) উপলক্ষে নওগাঁ সদর উপজেলা জামাত এবং নওগাঁ পৌর শাখা জামাতের পক্ষ থেকে কুইজ, রচনা এবং হিফয প্রতিযোগীতার আয়োজন করা হয়। প্রতিযোগীতায় নওগাঁ শহরের প্রায় কয়েক শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে। প্রতিযোগীদের মধ্য থেকে বাছাইয়ের এর মাধ্যমে ৫ টি গ্রুপে মোট ৫০ জনকে পুরস্কার দেওয়া হয়। পুরস্কার হিসেবে তিনটি গ্রুপের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় মোট ৯ জনকে ক্রেস্ট ও বাইসাইকেল এবং বাকি ২ টি গ্রুপের প্রথম দুইজনকে পবিত্র ওমরা পালনের সুযোগ দেওয়া হয়। অন্যান্য বিজয়ীদের বই, ক্রেস্ট এবং সম্মাননা স্মারক উপহার প্রদান করা হয়। পুরস্কার পেয়ে জামায়াতের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রতিযোগীরা সেইসঙ্গে এমন প্রতিযোগিতা আয়োজনের দাবিও জানিয়েছেন তারা।
ক বিভাগে পুরুষ্কার বিজয়ী মিশকাত সিদ্দিকা বলেন, রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম। প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করে পুরস্কার হিসেবে একটি বাইসাইকেল এবং ক্রেস্ট পেয়েছি। প্রথমবারের মতো এমন কোন প্রতিযোগিতায় অংশগ্রহণ করা। পুরস্কার পেয়ে খুব ভালো লাগছে। এমন প্রতিযোগিতা যেন ভবিষ্যতেও আয়োজন করা হয় আয়োজকদের প্রতি সেই দাবি জানাই।
সিরাত প্রতিযোগিতার রচনা প্রতিযোগিতায় অংশ নিয়ে ওমরা বিজয়ী মোহাম্মদ তারেক হোসাইন বলেন, রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম স্থান অধিকার করেছি এবং পুরস্কার স্বরূপ ওমরাতে যাওয়ার সুযোগ পেয়েছি। এত অল্প বয়সে ওমরাতে যাওয়ার সুযোগ হবে কখনো কল্পনা করিনি। আয়োজকদের এমন আয়োজনের জন্য কৃতজ্ঞতা জানাই।
নওগাঁ সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি এডভোকেট আব্দুর রহিম বলেন, রাসূল (সা:) এর জীবনী জানার জন্য এবং তার জীবনী থেকে শিক্ষা গ্রহণের জন্য এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। কয়েকটি ধাপের মাধ্যমে প্রতিযোগিতার বিজয়ী নির্ধারণ করা হয়। পূর্ব ঘোষিত ঘোষণা অনুযায়ী বিজয়ীদের বই ক্রেস্ট বাইসাইকেল এবং ওমরাতে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার আমির খন্দকার আব্দুর রাকিব বলেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর জীবন আদর্শ সমাজের সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই আয়োজন করা হয়। আমরা মনে করি এই আয়োজনের মধ্য দিয়ে মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লামের জীবনী পাঠ করবে, শিক্ষা গ্রহণ করবে, এবং নিজ জীবনে কাজে লাগাবে।