শিরোনামঃ
নওগাঁয় সড়ক দুর্ঘটনা, ২ দিন পেরিয়ে গেলেও নিহতের পরিচয় মেলেনি
বরেন্দ্র সময়
- প্রকাশের সময় : ০৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
- / ১৭৪ জন দেখেছেন
নওগাঁর বদলগাছীতে ভটভটি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গত বৃহস্পতিবার (১৯ জুন) ২ জন নিহত হয়। নিহতদের মধ্যে একজনের পরিচয় সনাক্ত করা গলেও এখনো পরিচয় সনাক্ত করা যায়নি আরেকজনের।
দুর্ঘটনায় নিহতদের মধ্যে একজন হলেন বদলগাছী উপজেলার সদর ইউনিয়নের হাপানিয়া গ্রামের ছুনচা মহন্তের ছেলে কার্তিক মহন্ত (৫২)। তিনি পেশায় একজন ছাপাখানা ব্যবসায়ী ছিলেন। বদলগাছীর হাটখোলা বাজারে মা প্রিন্টিং প্রেস নামে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, গত বৃহস্পতিবার (১৯ জুন) দুপুর দেড়টার দিকে বদলগাছী-জয়পুরহাট আঞ্চলিক সড়কে বদলগাছী অভিমুখী একটি সিএনজিচালিত অটোরিকশা এবং জয়পুরহাট অভিমূখী একটি ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই সিএনজিচালিত অটোরিকশায় থাকা দুইজন যাত্রী নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। তবে ঘটনার ২ দিন পেরিয়ে গেলেও নিহত একজনের পরিচয় এখনো সনাক্ত করতে পারেনি পুলিশ।
বিষয়টি নিয়ে কথা হলে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, নিহত একজনের পরিচয় সনাক্ত করা সম্ভব হয়েছে। আরেকজনের পরিচয় এখনো সনাক্ত করা যায়নি। বর্তমানে মরদেহটি নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের হিমঘরে রয়েছে। নিহতের পরিচয় সনাক্তের জন্য বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে। আশা করছি দ্রতই পরিচয় শানাক্ত করা সম্ভব হবে।
ট্যাগ :